পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা এখন আর বলতে চান না সাজ্জাদ হোসেন। ওই আগুনে পুড়ে মারা যান তাঁর ভাই আনোয়ার হোসেন। ওয়াহেদ ম্যানশনের সামনের সড়কের উল্টো পাশেই ছিল তাঁদের ওষুধের দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিও।
চুড়িহাট্টায় সেই অগ্নিকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চারতলা হাজি ওয়াহেদ ম্যানশন থেকে লাগা আগুনে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়েছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছিল ফায়ার সার্ভিস।
আনোয়ার হোসেন বলেন, ওই ঘটনায় তাঁদের পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। পৈতৃক জমি বিক্রি করে দেড় বছর আগে আবার দোকান দিয়েছেন। মৃত ভাইয়ের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অনেক সহায়তা এসেছে এমন খবর শুনেছেন। তবে তাঁরা কিছুই পাননি।