গ্রাফিন এমন এক উপাদান, যা মানবজাতির অনেক সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। এতদিন ব্যবহারিক জীবনে এই মূল্যবান পদার্থটির ব্যবহারে কিছু বাধা থাকলেও সম্প্রতি এর বড় এক বাধা দূর হয়েছে।
গ্রাফিনকে ‘বিস্ময়কর উপাদান’ বলার কারণ হচ্ছে এটি একদিকে যেমন বিশ্বের সবচেয়ে পাতলা উপাদান, তেমনি এটি একইসঙ্গে অনেক বেশি শক্ত ও অনেক নমনীয়। ফলে, ‘ইঞ্জিনিয়ারিং টিসু’ থেকে শুরু করে বিভিন্ন নতুন প্রযুক্তিগত ডিভাইস তৈরিতে গ্রাফিন ব্যবহার করা যেতে পারে।