‘একাই একশ’ নীতিতে আ.লীগ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮

বিগত সরকারে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে ভাগ দেয়নি আওয়ামী লীগ। এবার সংসদেও ভাগ দেওয়া হয়নি তাদের। এবার সরকারে ও সংসদে দলকেই গুরুত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলের নারী নেতৃত্ব মনোনয়ন দিয়ে প্রমাণ করেছেন দলনির্ভর চলা শুরু করেছেন তিনি।


আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত পাঁচটি সরকার পর্যালোচনা করলেও দাঁড়ায় দলটি জোট-মহাজোট সঙ্গীদের বাদ দিয়ে নিজেদের শক্তিনির্ভর সরকার গঠন করেছে এবার। একইভাবে সংসদেও নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।


কেন জোটসঙ্গীদের সরকারে এবারও রাখা হয়নি, সংসদেও কেন পুরস্কৃত করা হয়নি, সে বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় ও রাজনৈতিক বিশ্লেকরা দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছেন আওয়ামী লীগ দলনির্ভর হয়ে ওঠার মোক্ষম সময় এখনই। গত ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ জোট নেতাদের ক্ষমতার চেয়ার দিয়েছে। সংসদেও পুরস্কৃত করেছে কিন্তু জোটের একটি দলও রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি। তারা বলেন, ‘খামাখা টানতে যাব কেন’ এ নীতি অনুসরণ করেছেন টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২২৪ আসন পেয়েছে। দলটির স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫৯ আসন। অন্য তিন স্বতন্ত্র সদস্যের মধ্যে একজন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মাত্র ১১টি আসন পেয়ে আবার বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। অর্থাৎ এবারের সংসদ প্রায় শতভাগ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের। পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কোনোবারই এতটা আওয়ামী লীগনির্ভর হতে দেখা যায়নি সরকার ও সংসদকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us