স্পার্ক ২০ প্রো

সমকাল প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো দেশে স্পার্ক ২০ প্রো মডেল উন্মোচন করেছে। মডেলে বিশেষ ফিচারের মধ্যে ১২০ হার্টজ ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা আর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস হোল স্কিন, ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা সেনসিং সেন্সর ক্যামেরা, ১০ এক্স ডিজিটাল জুম ফিচার অন্যতম।


হুটহাট সেলফির প্রয়োজন মেটাবে ৩২ মেগাপিক্সেলের গ্লোয়িং ক্যামেরা। যার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সেলফিতে আসবে ভিন্ন অভিজ্ঞতা। রয়েছে ডুয়াল ভিডিও মুড, যা একই সঙ্গে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ব্যবহারে দুই সাইডের ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে সক্ষম।


মডেলটি চিপসেট হেলিও জি৯৯ (৬ ন্যানোমিটার) যুক্ত; যা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অরোরা ও ড্রইন ইঞ্জিন ২.০ সমৃদ্ধ। ২৫৬ জিবি বিল্টইন স্টোরেজের সঙ্গে থাকছে ১৬ জিবি র‌্যাম (৮+৮ জিবি)। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ইঞ্জিনের কম্বিনেশনে নিশ্চিত হবে স্মুথ, ল্যাগহীন গেমিং এক্সপেরিয়েন্স ও ডেইলি লাইফ ইউজিং। থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার। দিনভর ব্যাকআপে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। মডেলের দুটি রঙ– সানসেট ব্ল্যাশ ও মুনলিট ব্ল্যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us