সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মার্কেটপ্লেস (কেনাবেচার ফেসবুকভিত্তিক বিশেষ সুবিধা) ব্যবহার করেন এমন দুই লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য একটি হ্যাকার ফোরামে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে মার্কেটপ্লেস ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ই–মেইল, ফেসবুক আইডি ও ফেসবুক প্রোফাইলের তথ্য রয়েছে।
ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়, ইনটেল ব্রোকার নামের একটি প্রতিষ্ঠান ফাঁস হওয়া তথ্যের বিষয়টি ডার্ক ওয়েবে প্রকাশ করেছে। ইনটেল ব্রোকারের দাবি, গেমারদের চ্যাটিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ডিসকর্ডে অ্যালগোটসন নামের এক ব্যবহারকারী এসব তথ্য চুরি করেছেন। গত বছরের অক্টোবরে ফেসবুকের জন্য কাজ করে এমন কোনো একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা হ্যাক করেন অ্যালগোটসন। বলা হচ্ছে, প্রতিষ্ঠানটি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ক্লাউড সেবায় সহায়তা করে। তাদের সিস্টেম হ্যাক করে দুই লাখ মার্কেটপ্লেস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের রেকর্ড সংগ্রহ করেন অ্যালগোটসন।