বাজেটকে ব্যবসাবান্ধব ও শিল্পবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে মোট ১৮০টি প্রস্তাব দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বাস্তবায়নের জন্য এসব প্রস্তাবনা তুলে ধরে এখানকার ব্যবসায়ীদের দুই সংগঠন চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে পৃথক প্রাক্-বাজেট আলোচনায় সংগঠন দুটি তাদের প্রস্তাবনাগুলো তুলে ধরে। এর মধ্যে চট্টগ্রাম চেম্বার ১৬৪টি ও মেট্রোপলিটন চেম্বার ১৬টি প্রস্তাব দেয়। গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে বাজেট বিষয়ে মতবিনিময় করেন এনবিআরের কর্মকর্তারা। মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে এনবিআরের আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগ্রাবাদ হোটেলে।