You have reached your daily news limit

Please log in to continue


ওপেনএআই- সারাহ সিলভারম্যান মামলা চলবে ‘ছোট পরিসরে’

চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মার্কিন কমেডিয়ান, লেখক ও অভিনয়শিল্পী সারাহ সিলভারম্যানের কপিরাইট মামলাটি অব্যাহত থাকলেও তার আইনি দলের কিছু অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

২০২৩ সালের জুলাই মাসে ওপেনএআই ও মেটার বিরুদ্ধে দায়ের করা মামলায় সিলভারম্যান দাবি করেন, কোম্পানিগুলো তার বই ও অন্যান্য কাজ অনুমতি ছাড়াই ব্যবহার করে নিজস্ব এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিয়েছে।

মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, কোম্পানিগুলোর প্রতিযোগিতা বিরোধী আচরণ সংশ্লিষ্ট অভিযোগের অংশ নিয়ে মামলাটি এগোতে পারে, যেখানে বাদীপক্ষকে অভিযোগ সংশোধনের জন্য ১৩ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মামলার বিচারক আরাকেলি মার্টিনেজ-অলগুইন।

সোমবার সিলভারম্যানের আইনি দলের অভিযোগের কিছু অংশ নাকচ করে দিতে দেখা যায় বিচারককে। এর মধ্যে রয়েছে অবহেলা, অন্যায্য লাভের মুখ দেখা ‘ডিএমসিএ (ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট)’সহ বেশ কয়েকটি অভিযোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন