অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে ঝড়ের আঘাতে ১ লাখ ৭৪ হাজারের বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। স্থানীয় সময় বুধবার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ভিক্টোরিয়ার বিশাল অংশে ঝড় আঘাত হেনেছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি (ঘণ্টায় ৯০ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে রাজ্য সরকার এবং জরুরি পরিষেবাগুলো নিশ্চিত করেছে।