গত আইপিএল নিলামে ২০ লাখ বেস প্রাইসের শামার জোসেফকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ক্যারিবিয়ান পেসার তখন ছিলেন ঘরোয়া ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপিয়েই নিজের ভাগ্য বদলে নিলেন ২৪ বছর বয়সী তরুণ এই পেসার। পিএসএলের পর এবার আইপিএলে (IPL 2024) নাম লেখালেন ক্যারিবীয় এই সেনসেশন।
মার্ক উডের বদলি হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিতে যাচ্ছেন উইন্ডিজ এই পেসার। জানা গেছে, ভারতীয় মুদ্রায় ৩ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে লখনৌ।
জীবন কখনো কখনো কল্পনাকেও হার মানায়। শামার জোসেফের কথাই ধরা যাক। বছর খানেক আগেও ছিলেন নৈশপ্রহরী। সেখান থেকে নাটকীয়ভাবে ডাক পেয়েছিলেন ওয়েস্ট উইন্ডিজ জাতীয় দলে। অ্যাডিলেডে অভিষেকে টেস্ট খেলতে নেমে প্রথম বলেই স্টিভ স্মিথের মতো তারকা ব্যাটারকে ফিরিয়ে আলো কেড়েছিলেন। এরপর যা করলেন তা রূপকথাকেও হার মানাবে। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ক্যারিবীয়দের ঐতিহাসিক জয়ের নায়ক সেই শামার জোসেফ।