ভাগ্য ভাল ৯৭ মিনিটে ফ্রেডেরিকো রেডনডো গোল করেছিলেন, নয়ত আর্জেন্টিনা হয়ত এখানেই নিজেদের অলিম্পিক মিশনের ইতি দেখত। নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে প্যরাগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। কনমেবল অঞ্চলের অলিম্পিক বাছাইপর্বে যা যোগ করেছে ভিন্ন এক মাত্রা। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ের কোন বিকল্পই নেই আর্জেন্টিনার।
ব্রাজিল যে খুব একটা স্বস্তিতে আছে তাও না। গত ম্যাচেই প্যারাগুয়ের যুবাদের কাছে হেরে বসে র্যামন মেনেজেসের দল। এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে তারা। দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। পরের ম্যাচে তাদের সামনেও জয়ের বিকল্প নেই। অপর ম্যাচে ভেনিজুয়েলা জিতলেই মারপ্যাঁচে আটকাতে হবে তাদের।