একটি প্রেমময় সম্পর্ক এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস বলে মনে করা হয়। পাঞ্জাবের এক বৃদ্ধের এমনই একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখে আপনার চোখে জল আসবে। ভাইরাল হওয়া এই ক্লিপে দেখতে পাওয়া যাচ্ছে যে এক বৃদ্ধ খাট মেরামত করছেন। তখন এক যুবক এসে তাঁর ভিডিয়ো করা শুরু করে।
এই সময়, তিনি তাঁর মানিব্যাগ খোলেন, যাতে একটি মহিলার সাদা কালো ছবি রয়েছে। যুবক জিজ্ঞেস করে এটা কার ছবি। বৃদ্ধ লোকটি এতে তাঁকে উত্তর দিয়ে ছবিটি বের করে যুবকটিকে দেখায়। এতে লোকটি জিজ্ঞেস করে উনি চলে গেছে কত বছর? তারপর সে বলে যে মারা গেছে দুই বছর হয়ে গিয়েছে।