বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তে গুলির সঙ্গে এখন পূর্ব দিক থেকেও গুলি আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এই পরিস্থিতিকে ‘ক্রসফায়ারের’ সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, “একদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিয়ত গুলিবর্ষণের মাধ্যমে আমাদের বিজিবি সদস্য ও জনগণকে হত্যা করা হচ্ছে। আবার পূর্বদিক থেকে মিয়ানমারের গুলিতে আমাদের দেশের এ পর্যন্ত দুজন নিহত, কয়েকজন আহত হয়েছে।
“ঝাঁকে ঝাঁকে রাখাইন থেকে সেনা আশ্রয় নিচ্ছে। বলতে গেলে বাংলাদেশ আজকে ক্রসফায়ারের মুখে।”
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে কথা বলছিলেন গয়েশ্বর।