ফুটবলাঙ্গনে কালের গর্ভে হারিয়ে যাওয়া এক নাম আজাদ স্পোর্টিং ক্লাব। একবিংশ শতাব্দীর শুরু থেকে ফুটবলের কোনো স্তরেই নেই ঐতিহ্যবাহী ক্লাবটি। ক্রিকেটে প্রথম বিভাগ, হকি, কাবাডি ও ভলিবলে প্রিমিয়ারে অংশ নেয় আজাদ স্পোর্টিং। এই চার খেলার মধ্যে আজাদের বিশেষ পরিচিতি হকিতে। সেই হকির দলবদলে এবার অংশগ্রহণ না করায় ক্রীড়াঙ্গনের সংশয়—ফুটবলের পথেই কি আজাদের হকি!
আজাদ স্পোর্টিংয়ের হকি মানেই ইউসুফ আলী। খেলোয়াড়-সংগঠক হিসেবে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ৫০ বছরের। সেই ইউসুফ এখন ক্লাবের হকি থেকে দূরে, 'আমি এবার আজাদ স্পোর্টিংয়ের হকির সঙ্গে জড়িত নই।’ আজাদ ও ইউসুফ সমার্থক শব্দ! সেই ইউসুফের কণ্ঠে এমনটি শুনে বিস্মিত হওয়ার অবস্থা। বিচ্ছিন্নতার কিছু আচ পাওয়া গেল পরের মন্তব্যে, 'দীর্ঘদিন আমি দল গঠন ও পরিচালনা করেছি। আমি ক্লাবের (হকি ফেডারেশনের ) কাউন্সিলর না, যিনি কাউন্সিলর মূলত দল গঠনের দায়িত্ব তার।’