মিয়ানমার ইস্যুতে সরকারের দিকে সন্দেহের তীর বিএনপির

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সরকারের দিকে সন্দেহের তীর তুলেছে বিএনপি। এই ঘটনার অন্তরালে কী আছে—তা নিয়ে ভাবতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। 


গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একদিকে ভারত সীমান্তে ক্রমাগত গুলিবর্ষণ করে আমাদের বিজিবি সদস্য ও জনগণকে হত্যা করা হচ্ছে। আবার পূর্বদিকে মিয়ানমারের গুলিতে এ পর্যন্ত আমাদের দেশে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ঝাঁকে ঝাঁকে সেখান থেকে লোকজন পলায়ন করে এখানে আশ্রয় নিচ্ছে।’


এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় জনগণকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘এটা নিয়ে শুধু আমাদেরই নয়, আপনাদেরও ভাবতে হবে, কী ঘটতে যাচ্ছে এবং এর অন্তরালে কী আছে? যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের সঙ্গে সরকারের গোপন সম্পর্ক আছে কী না? যদি না থাকে তাহলে সরকার নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us