আদালত অবমাননার দায়ে এক মাসের দণ্ড পাওয়া কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে সাজা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার পর্যবেক্ষণসহ এ সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে দেয়।
এদিন বিচারক সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও শাহ মঞ্জুরুল হক।
গত বছরের ১২ অক্টোবর বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ সোহেল রানাকে আদালত অবমাননার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল। কুমিল্লার সাবেক এই মুখ্য বিচারিক হাকিম বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন।