দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছয়জন ও ঢাকার বাইরের হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন।
চলতি বছর দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ১৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার হাসপাতালে ৩৮৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৪ জন।