You have reached your daily news limit

Please log in to continue


খাদিকে তরুণ প্রজন্মের কাছে নতুন রূপে তুলে ধরল যে আয়োজন

খাদি নিয়ে চর্চায় কিছুটা যেন ভাটার টান। সেই ভাটাতে জোয়ার আনতেই যেন রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ১৯ ও ২০ জানুয়ারি হয়ে গেল ‘খাদি: দ্য ফিউচার ফেব্রিক শো ২০২৪’। জমকালো এ আয়োজন পরিচালনা করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।

তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারের হলের ভেতরে ছিল নানা কারুশিল্পের প্রদর্শনী। বিভিন্ন দেশীয় ঐতিহ্য নিয়ে উপস্থিত ছিলেন দেশে-বিদেশে পুরস্কার পাওয়া ৪৫ জন দক্ষ শিল্পী ও উদ্যোক্তা।

ছিল মাটির টেপা পুতুল থেকে শখের হাঁড়ি, বেতের আসবাব থেকে বাঁশের বাঁশি, রঙিন সুতার হাতপাখা আর পাটের আসবাব, পটে আঁকা জলছবি, শীতলপাটি, দেশীয় গয়না ও কাঠের সরঞ্জাম। এসব পণ্যে ফুটে উঠেছিল এ দেশেরই রং ও বৈচিত্র্য। কারুশিল্পের এ প্রদর্শনীর বিষয়ে এফডিসিবির সাধারণ সম্পাদক শৈবাল সাহা বলেন, ‘খাদি শুধু পোশাকে আটকে থাকবে না, আসবাব থেকে সাজসজ্জা—সবকিছুতেই মানিয়ে যায় এ শিল্প।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন