বিক্রি কমেছে হার্ডওয়্যার নির্মাতা লজিটেকের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

কম্পিউটার যন্ত্রাংশ নির্মাণে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি লজিটেকের বার্ষিক বিক্রি কমেছে।


কোম্পানির তৃতীয় প্রান্তিকের হিসাব পর্যালোচনা করে মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন লজিটেকের নবনিযুক্ত সিইও হ্যানেকে ফেবার।


৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকের হিসাব অনুযায়ী, কোম্পানির বিক্রি কমে গিয়ে ঠেকেছে ১২৬ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের হিসাবে ছিল ১২৭ কোটি ডলার।


কম্পিউটার মাউস, কিবোর্ড ও ওয়েবক্যাম নির্মাতা কোম্পানিটির গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যয় কমে যাওয়ার পাশাপাশি বাজারে উচ্চ মন্দার বিষয়টি এই বিক্রয় পতনের কারণ বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


লজিটেকের অনুমান বলছে, তাদের বার্ষিক বিক্রি ছয় থেকে সাত শতাংশ কমে গিয়ে ঠেকতে পারে ৪২০-৪২৫ কোটি ডলারে। এর আগে অবশ্য কোম্পানিটি  পূর্বাভাস দিয়েছিল, তাদের বিক্রি কমতে পারে নয় থেকে ১২ শতাংশ পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us