দ্বিতীয় ধাপে ২৩ কোম্পানির শেয়ার দরের সর্বনিম্ন সীমা বা ‘ফ্লোর প্রাইস’ তুলে দেওয়ার পর সূচক বৃদ্ধির ধারা ধরে রেখেছে ঢাকার পুঁজিবাজার।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার আড়াই ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়েছে, তবে কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
সূচকের ঘরে আরে দিনের ৬ হাজার ২৭৮ পয়েন্ট দিয়ে সকাল ১০টায় লেনদেন শুরু হয়। শুরুতে সূচক কিছুটা পড়ে গেলেও দ্রুত সামলে উঠে ধারাবাহিকভাবে বাড়তে থাকে। বেলা সোয়া ১১টায় সূচক পৌঁছায় ৬ হাজার ২৯৯ পয়েন্টে।
পরের সোয়া এক ঘণ্টায় সূচক কিছুটা কমলেও সোয়া ১২টার পর আবার বাড়তে শুরু করে। সাড়ে ১২টায় ডিএসইএক্স ৬ হাজার ২৭৮ পয়েন্টে পৌঁছায়, যা আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেশি।