বিপিএলে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে—এমনটা হয়তো কখনো কল্পনাও করেননি মোহাম্মদ হারিস। কিন্তু বাস্তবে পাকিস্তানের ব্যাটারের সঙ্গে এমনটি ঘটেছে। বিপিএলের দশম সংস্করণ খেলতে বাংলাদেশে এসেও আজ রাতে পাকিস্তানে ফিরতে হচ্ছে তাঁকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে হারিসকে। অথচ, অনাপত্তিপত্র পাবেন, এমনটা মনে করেই টুর্নামেন্ট শুরুর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছিলেন তিনি। যদিও প্রথম দুই ম্যাচে তাঁকে একাদশে রাখেনি চট্টগ্রাম। সর্বশেষ সংস্করণে সিলেট সিক্সার্সের হয়ে খেলা পাকিস্তান ওপেনারকে না নামানোর কারণটা তাই স্পষ্ট। পিসিবির সবুজ সংকেত না পাওয়াই মূল কারণ।