ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গোষ্ঠী রবিবার (২১ জানুয়ারি) বলেছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে তাদের হামলা ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
কিন্তু গোষ্ঠীটি হামলার বিষয়ে ১৬ পৃষ্ঠার এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, ‘ইসরায়েলি নিরাপত্তা, সামরিক ব্যবস্থার দ্রুত পতন এবং গাজার সঙ্গে সীমান্ত এলাকায় সৃষ্ট বিশৃঙ্খলার কারণে হামলায় কিছু ত্রুটি ঘটেছে।’
গাজার সামরিকীকৃত সীমান্ত ভেঙ্গে হামলার ন্যায্যতা দিয়ে এটিই হলো ইংরেজি এবং আরবি ভাষায় প্রকাশিত হামাসের প্রথম পাবলিক প্রতিবেদন।