‘উনপুরুষ’-এ সমকামী, বাই সেক্সুয়ালদের কথা রয়েছে

বার্তা২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ২১:৪৬

১৯৮৬ থেকে থিয়েটার চর্চা করছেন সৈয়দা শামছি আরা সায়েকা। দীর্ঘ অভিনয়জীবনে অনেক সাড়া জাগানো নাটকে অভিনয় করে হয়েছেন প্রসংশিত। ঢাকার মঞ্চে সেই গুটিকয়েক অভিনেত্রীর একজন তিনি, যিনি একক নাটকে (গহনযাত্রা) অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গ মঞ্চ নাটক নির্দেশনা দিচ্ছেন। নাটকটির নাম ‘উনপুরুষ’। 

‘উনপুরুষ’ নাটকটি নিয়ে জানতে চাই...


সৈয়দা শামছি আরা সায়েকা: অপু মেহেদীর লেখা ‘উনপুরুষ’ নাটকটি আমার নির্দেশনায় প্রথম পূর্ণাঙ্গ নাটক। এটি ‘নবরস’ নামের নতুন একটি দলের প্রথম প্রযোজনা। অধিকাংশ নবীন শিল্পীদের নিয়েই কাজটি করেছি। এই নাটকটিতে সমকামী এবং বাই সেক্সুয়াল মানুষের কথা রয়েছে। নাটকটির স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে তখন আমার আশেপাশের অনেকের সঙ্গে আমি গল্পটির মিল খুঁজে পাই। ১৯৮৬ সাল থেকে থিয়েটার চর্চা করছি। তার আগে থেকেই নৃত্যচর্চা করে আসছি। সেই থেকে এখন পর্যন্ত এ ধরনের অনেক পুরুষ সহকর্মী, বন্ধু এমনকি এখন আমার অনেক ছাত্রকে কাছ থেকে দেখছি। এজন্য কাজটি করার পেছনে আমার আলাদা আগ্রহ জন্মে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us