‘ফ্লোর প্রাইস’ ওঠার পর বড় দরপতন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ১২:১৩

শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দর বা ‘ফ্লোর প্রাইস’ তুলে নেওয়ার পর প্রথম কার্যদিবসে বড় দরপতনের মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকার শেয়ারবাজার।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ৩৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২২টি বা ৯২ শতাংশের দাম পড়ে যায়।


ওই সময় পর্যন্ত কেবল ১৪টি শেয়ারের দাম বাড়ে, ১৩টি কোম্পানির শেয়ারের তখন পর্যন্ত লেনদেন হয়নি।


প্রথম আধা ঘণ্টায় ডিএসইর সূচক ১৬৮ পয়েন্ট হারায়। ডিএসইএক্স ৬ হাজার ৩৩৬ পয়েন্ট থেকে নেমে আসে ৬ হাজার ১৬৮ পয়েন্টে।


পতনের সূচনা হয় লেনদেন শুরুর পরপরই। লেনদেন শুরুর পর ছয় মিনিটের মাথায় ডিএসইএক্স ৬ হাজার ১২১ পয়েন্টে নেমে আসে। এরপর ক্রয়াদেশ বাড়তে শুরু করলে ধীর গতিতে বাড়তে থাকে সূচক। এক ঘণ্টার লেনদেন শেষে সূচক পৌঁছায় ৬ হাজার ১৯৫ পয়েন্টে।

আর দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় সূচক কমে হয় ৬ হাজার ১৯২ পয়েন্ট। তখন পর্যন্ত লেনদেন হওয়া ৩৬৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩১৮টিরই দাম কমেছে, বেড়েছে কেবল ২৯টির। সব মিলিয়ে ২৭১ কোটি টাকার শেয়ার ততক্ষণ পর্যন্ত হাতবদল হয়েছে।    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
১ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us