ভারতে ‘সহিংসতা’ নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:০১
ভারতে ‘সহিংস কার্যকলাপ, ক্রমবর্ধমান জাত্যভিমানী বক্তব্য ও বিভেদমূলক নীতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এতে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যমূলক কর্মকাণ্ডের কথা উঠে এসেছে। এছাড়া বিদেশীদের সহায়তা নিয়ন্ত্রণসংক্রান্ত আইন এবং নাগরিক ও সংগঠনের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করা হয়।