মহাবিশ্বের সবচেয়ে পুরোনো কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের খোঁজ পেয়েছেন জোতির্বিদরা।
ব্ল্যাক হোলটি সৃষ্টি হয়েছে মহাবিশ্বের একেবারে শুরুর দিকে, যার বয়স এক হাজার তিনশ কোটি বছরের বেশি।
নতুন এ অনুসন্ধানের গবেষকরা বলছেন, মহাবিশ্বের আদিযুগে তৈরি এমন বিশাল ব্ল্যাক হোলের খোঁজ মানুষের বর্তমান ধারণার সঙ্গে মিল নেই, যেখানে বড় প্রশ্ন উঠছে এদের গঠন প্রক্রিয়া ও অগ্রগতি বোঝার মতো বিষয়গুলো নিয়ে।