দেশে থানা ও আদালতের মালখানায় থাকা মামলার আলামতের সর্বশেষ তথ্য দুই মাসের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পুলিশ মহাপরিদর্শককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।