দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের মাঝে এবার ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিতে নয়াদিল্লিকে আল্টিমেটাম দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দ্বীপ দেশটি থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিতে নয়াদিল্লিকে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছেন তিনি। মোহাম্মদ মুইজ্জু বলেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছেড়ে চলে যেতে হবে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে দেশে ফেরার পর এই আল্টিমেটাম দিয়েছেন মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসিবিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সেন্যরা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না। এটা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও তার প্রশাসনের নীতি।