চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের পিংডিংশান শহরের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয়জন। পিংডিংশান শহরের স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা খনিতে উদ্ধার অভিযান শুরু করেছে। একই সঙ্গে খনির নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাইয়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
হেনান প্রদেশের কয়লা সমৃদ্ধ পিংডিংশান শহরে খনির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার অভিযান শুরু হলে সেখানে কয়লার উৎপাদন ব্যাহত এবং কয়লা সরবরাহে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।