ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বেড়েছে। এসব খাতে বিনিয়োগে আগ্রহও বাড়ছে। ব্যাংকের বদলে ট্রেজারি বিল-বন্ড ছেড়ে সরকার ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ করছে। আর এ কারণেই এখন বিল-বন্ডে বিনিয়োগ করলে ভালো মুনাফা মিলছে। ব্যাংকের চেয়ে ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে।
ট্রেজারি বিল ও বিভিন্ন মেয়াদি বন্ডে বিনিয়োগ করতে হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আলাদা হিসাব খুলতে হবে। ব্যক্তির পক্ষে বিল বা বন্ড কিনে দেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে বিল-বন্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। ব্যক্তিপর্যায়েও বিনিয়োগে আগ্রহ বাড়ছে। মূলত সুদহার বেড়ে যাওয়ায় এসব খাতে বিনিয়োগ বাড়ছে বলে জানান খাত সংশ্লিষ্টরা।