ব্রাজিলের কোচ হতে ক্লাবের দায়িত্ব ছাড়লেন দোরিভাল

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৮

২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। মাঠের পারফরম্যান্স তো ভালো হচ্ছেই না। একই সঙ্গে কোনো স্থায়ী কোচও তারা পায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে সেলেসাওরা স্থায়ী কোচ পেতে যাচ্ছে। 


ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে গত শুক্রবার বরখাস্ত হয়েছেন ফার্নান্দো দিনিজ। এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার ব্যাপারে দোরিভাল জুনিয়রের নাম শোনা যায়। তিনি তখন ছিলেন দেশটির ক্লাব সাও পাওলোর প্রধান কোচ। অবশেষে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন দোরিভাল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাঁর কোচ হওয়ার কথা এখনো অফিসিয়াল বক্তব্য জানা যায়নি ঠিকই। তবে সাও পাওলো গত রাতে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দোরিভালের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে। সাও পাওলো ক্লাবের প্রধান হুলিও কাসারেস এক বিবৃতিতে বলেন, ‘দোরিভালকে আমন্ত্রণ জানানো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এখন এটা ছিল দোরিভালের ব্যাপার, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি নবায়নের। আপনার (দোরিভাল) নতুন চ্যালেঞ্জে সফল হতে শুভ কামনা জানাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us