বিশ্বের অন্যতম টেক জায়ান্ট অ্যাপলের প্রযুক্তিপণ্য বিক্রি গত অর্থবছরে উল্লেখযোগ্য হারে কমেছে। এক দশকে প্রতিষ্ঠানটির জন্য এটাই ছিল সবচেয়ে দীর্ঘমেয়াদি বিক্রি কমার ঘটনা। পাশাপাশি অ্যাপলের ডিভাইসে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্তকরণ নিয়ে টানাপড়েন চলছিল। ফলে অ্যাপলের শেয়ার দর প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তুলনায় মন্থর থাকবে বলে পূর্বাভাস করে ছিল বাজার পর্যবেক্ষকরা।
তবে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন চলতি বছর বিক্রি ও মুনাফা আগের থেকে বাড়ানোর দিকে মনোযোগ দেয়া হবে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির শেয়ার পারফরম্যান্স ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।