গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের ছবি দিয়ে চমকে দিয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তো বটেই, তাঁর বিয়ের খবরও জানত গণমাধ্যম। তবে দীর্ঘ সময় ধরে রহস্য ভাঙেননি ‘বরফি’ অভিনেত্রী, মুখ খোলেননি নিজের সঙ্গীকে নিয়ে। অবশেষে নীরবতা ভেঙে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সন্তান ও সঙ্গীকে নিয়ে কথা বলেছেন ইলিয়ানা।
‘২০২২ সালের নভেম্বরে বুঝতে পারি, আমি মা হতে চলেছি। এরপর যুক্তরাষ্ট্রে চলে আসি। পুরো সময়টা ছিল খুব চ্যালেঞ্জিং। তবে আমার মা সঙ্গে থাকায় সবকিছু অনেকটা সহজ হয়ে আসে। তাঁকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না। কারণ, অন্তঃসত্ত্বাকালীন সময়ে আমার বেশ কিছু জটিলতা দেখা দেয়’, বলেন ইলিয়ানা।