হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে। সহজ ভাষায়, আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি এবং যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বার্তাগুলো বুঝতে পারবে না।
কারণ, গোপন সংকেতে এগুলো লুকিয়ে রাখা হয়। এরপরও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আপনি যদি সন্দেহ করেন, কেউ হোয়াটসঅ্যাপে আপনার ওপর নজর রাখছে এবং আপনি আরও নিরাপদ থাকতে চাচ্ছেন, তবে নিচের এই পাঁচটি সেটিংস চালু রাখুন।