ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে মার্করামের একার লড়াই

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৮

কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে গতকাল দক্ষিণ আফ্রিকা-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই চলছে ‘উইকেট বৃষ্টি’। একটু পর পরই দেখা মিলছে উইকেটের। নিয়মিত বিরতিতে উইকেট পড়ার মাঝে এক প্রান্ত আগলে খেলছেন এইডেন মার্করাম।


প্রথম দিনই পড়েছে ২৩ উইকেট। টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়েছে গতকাল। একই দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৫৩ রানে। যেখানে কোনো রান যোগ না করেই তারা হারিয়েছে ৬ উইকেট। এরপর ৯৮ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেই গতকাল ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে করেছে ৬২ রানে। সেখান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করলেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। লিড পেরোনোর আগেই স্বাগতিকদের স্কোর হয়েছে ৫ উইকেটে ৮৫ রান। সতীর্থদের আসা-যাওয়া প্রথম দিন থেকেই অসহায়ের মতো দেখছেন মার্করাম। এরই মধ্যে তিনি ৬৮ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১১ তম ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১২৮ রান। ৮৩ বলে ৭৩ রানে অপরাজিত আছেন মার্করাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us