জাহ্নবী কাপুর আর শিখর পাহাড়িয়ার প্রেম নাকি বহু পুরোনো। দীর্ঘ দিন ধরে চেনা-জানা দু’জনের। তবে জাহ্নবীর বলিউডে অভিষেকের সময় খানিকটা দূরত্ব সৃষ্টি হয়ে তাদের মধ্যে। শ্রীদেবীর মৃত্যুর পর ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় লুকিয়ে লুকিয়ে চলছিল তাদের প্রেম। তবে চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। এবার কফি উইথ করণে এসে শিখরের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেন অভিনেত্রী।
কফি উইথ করণে এসে বরাবরই তারকারা তাদের মনের কথা খোলাখুলি বলে থাকেন। অন্তত ইঙ্গিত দিয়ে থাকেন। বহু পর্বে সঞ্চালক এবং অতিথিদের কথোপকথন শুনেই বোঝা যায়, করণ তার অতিথিদের ব্যক্তিগত স্তরে চেনেন বলেই অনেক প্রশ্ন অনায়াসে করতে পারেন। কিংবা কিছু ক্ষেত্রে তারা কিঞ্চিৎ অস্বস্তি বোধ করলেও তিনি কোনো বিশেষ বিষয়ে খুঁচিয়ে দিতে পারেন।