ছোট্ট একটা ঘটনা বলি। ডিজিটালাইজেশনের বদৌলতে এখন অনলাইনে বেশির ভাগ সংস্থায় আবেদন করা যায়। বিভিন্ন দেশে ভিসার আবেদনও অনলাইনে করতে হচ্ছে। ভিসা নবায়নের জন্য গুলশানের ডেলটা লাইফ টাওয়ারে লিফটের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ এক তরুণ এসে ঠেলেঠুলে আমার সামনে দাঁড়ানোর জন্য কসরত করতে থাকেন।
জিজ্ঞাসা করি, ‘আপনি লাইন ভাঙছেন কেন? আমি তো আপনাকে আমার সামনে দাঁড়ানোর অনুমতি দিইনি।’ তিনি বললেন, ‘আমার একটু তাড়া আছে।’ বললাম, ‘কোন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে এসেছেন?’ উনি বললেন ‘ম্যারিকা।’ বললাম, ‘সে দেশে গিয়ে যদি আজকের মতো আচরণ করেন, তাহলে ওরা আপনাকে অসভ্য ছাড়া আর কিছু ভাববে না।’ তিনি আইফোন হাতে নিয়ে গজগজ করতে করতে পেছনে চলে গেলেন।