সর্বোচ্চ ভোট পড়ে নবমে, ষষ্ঠে সর্বনিম্ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ২০:২০

স্বাধীনতার পর থেকে দেশে মোট ১১টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের হার ওঠানামা করেছে শুরু থেকেই। অতীতেও একাধিকবার দেখা যায় প্রধান বিরোধী দলগুলোর ভোট বর্জনের সংস্কৃতি। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে। সরকার গঠন করে আওয়ামী লীগ। আর সবচেয়ে কম ভোট পড়ে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে, ভোটের হার ছিল মাত্র ২৬ দশমিক ৫ শতাংশ। সরকার গঠন করে বিএনপি সংসদে ছিল মাত্র চারদিন।


৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার নির্বাচনে নেই প্রধান বিরোধী দল বিএনপি। সমমনা আরও কয়েকটি ছোট দলও ভোট বর্জন করেছে। ভোটারদের কেন্দ্রে না যেতে সব ধরনের প্রচারণা চালাচ্ছে তারা। এমন প্রেক্ষাপট মাথায় রেখেই সুষ্ঠু ভোট করতে চাইছে আওয়ামী লীগ। কেন্দ্রে ভোটার আনাই বড় চ্যালেঞ্জ মনে করছে দলটি। এজন্য দলীয় প্রার্থীর পাশাপাশি দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ নির্বাচন করতে চাইলেও তাকে স্বাগত জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও ভোটারদের উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন। অন্য কমিশনাররা দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোয় পর্যায়ক্রমে সফর করছেন। লক্ষ্য একটাই- মানুষের মধ্যে আস্থা তৈরি করে ভোটারদের কেন্দ্রমুখী করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us