রাশিয়ার প্রদেশিক রাজধানী বেলগোরদে ইউক্রেইনের ‘নির্বিচার’ হামলায় দুই শিশুসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১১১ জন।
শনিবারের ওই হামলায় ইউক্রেইন এমনকি ক্লাস্টার বোমাও ব্যবহার করেছে বলে দাবি করে রাশিয়া এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে।
ইউক্রেইনের উত্তর সীমান্তের পাশেই রাশিয়ার বেলগোরদ অঞ্চল। দেশটির অন্যান্য সীমান্তাঞ্চলের মত বেলগোরদেও সারা বছরই গোলা বর্ষণ এবং ড্রোন হামলা হয়েছে। যেসব হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। তবে আগের কোনো হামলা শনিবারের হামলার মত এতটা ভয়াবহ ছিল না।