শয্যা পেতে রাতের পর রাত খোলা জায়গায় অপেক্ষা, মেলে না দরকারি ওষুধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৬

একসময় ক্যানসার হলেই মানুষ ভাবতো জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। তবে বিজ্ঞানের কল্যাণে ক্যানসার এখন নিরাময়যোগ্য রোগ। দেশে ক্যানসার চিকিৎসায় উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। একই সঙ্গে ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেক রোগীর পরিবার চিকিৎসা খরচ বহন করতে পারে না। এ অবস্থায় দেশের নিম্নআয়ের ক্যানসার রোগীদের একমাত্র ভরসা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। তবে লোকবলের অভাব আর পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশের একমাত্র বিশেষায়িত ক্যানসার চিকিৎসা প্রতিষ্ঠানের।


রোগীর চাপ থাকায় হাসপাতালের শয্যা সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে সম্প্রতি ৫০০ করা হলেও সে অনুযায়ী নিয়োগ হয়নি লোকবল। বর্তমানে হাসপাতালটিতে যে জনবল রয়েছে তা ৩০০ শয্যার জন্যও অপ্রতুল। দেশের বিশাল জনসংখ্যার জন্য একটিমাত্র বিশেষায়িত হাসপাতাল থাকায় সারাদেশ থেকে ক্যানসার আক্রান্ত রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে। ফলে হাসপাতালের ৫০০ শয্যার কোনো শয্যাই কখনো খালি থাকে না। এমনকি প্রতি শয্যার বিপরীতে অপেক্ষায় থাকতে হয় অন্তত সাতজনকে। এর বাইরে জরুরি-বহির্বিভাগ ও অন্য বিভাগে প্রতিদিন অন্তত ৫০০ ক্যানসার রোগী আসেন চিকিৎসা নিতে। শয্যা পেতে রাতের পর রাত এসব রোগীকে হাসপাতাল ভবনের বাইরে খোলা জায়গায় অপেক্ষা করতে হয়। এছাড়া গত দেড় মাসের বেশি সময় ধরে হাসপাতালের ফার্মেসিতে নেই প্রয়োজনীয় ওষুধের সরবরাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us