ব্যাপক ঋণ অনিয়ম, সুশাসনের অভাব ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
১৯৮৩ সালের মার্চে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা ব্যাংকটির আর্থিক অবস্থা ২০১৩ সাল পর্যন্ত ভালো ছিল।
২০১৩ সালের শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৪৮৯ কোটি টাকা। এক বছর পর তা বেড়ে ৯১০ কোটি টাকা হয়। তখন থেকেই খেলাপির পরিমাণ বাড়তে থাকে বলে ব্যাংকের আর্থিক বিবরণীতে উঠে এসেছে।
কিন্তু, ২০২২ সালে এসে ব্যাংকটি লোকসানে পড়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার।