এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬

নতুন ধরনের ব্যাটারি বাজারে আনছে চীনের এক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি। এ ব্যাটারি ব্যবহারে এক পূর্ণ চার্জে গাড়ি চলবে হাজার কলোমিটারেরও বেশি।


২০২৪ সালের এপ্রিল নাগাদ পরবর্তী প্রজন্মের এই ব্যাটারির উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। বর্তমানে বাজারে থাকা যে কোনো বিদ্যুৎ বা প্রচলিত জ্বালানী চালিত গাড়ির চেয়ে বেশি পথ পাড়ি দিতে সক্ষম বলে দাবি করেছে চীনের সাংহাইভিত্তিক কোম্পানি নিও।


ব্যাটারির কার্যক্ষমতা প্রমাণে কোম্পানির সিইও উইলিয়াম লি সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ‘ইটি৭’ গাড়িটি ১,০৪৪ কিলোমিটার চালিয়েছেন। গোটা সময় তিনি ছিলেন ১৪ ঘণ্টাব্যাপী এক লাইভস্ট্রিমে।


রোববারের ওই লাইভস্ট্রিমে দেখা গেছে গাড়িটি গড়ে ঘণ্টায় ৮৪ কিলোমিটার গতিতে চীনের ঝেজিয়াং প্রদেশ থেকে ফুজিয়ান প্রদেশে গিয়েছে। যুগান্তকারী এই ব্যটারির আরেক পরীক্ষায় গাড়ি চলেছে টানা ১,১৪৫ কিলোমিটার। তবে ওই ঘটনা লাইভস্ট্রিমে আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us