নতুন বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিলেও কুমিল্লার তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিকের বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান করতে নিষেধ করেছে নির্বাচন কমিশন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন।
সেখানে বলা হয়, “অন্যান্য বছরের ন্যায় পহেলা জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সমগ্রদেশে নতুন পাঠ্যবই বিতরণ সক্রান্ত 'বই উৎসব' সরকারের রুটিন কাজ হিসেবে আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলে নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যথানিয়মে বই বিতরণ করবেন।