You have reached your daily news limit

Please log in to continue


স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা: বসছে নির্বাচন কমিশন

বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের প্রচারে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং আচরণবিধি মেনে চলা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন।

রাজশাহী ও ঝিনাইদহে দুটি নির্বাচনি এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের অনুসারীদের মারধরের ঘটনায় দুটি জেলার ডিসি ও পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার রাতের মধ্যেই প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়ে ব্যবস্থা নিতে শনিবার বৈঠকও ডাকা হয়েছে কমিশনে।

প্রচারে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে প্রতিদিন প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনি কর্মকর্তাদের।

রাজশাহী ও ঝিনাইদহের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ডিসি ও পুলিশ সুপারদের চিঠিগুলো দিয়েছেন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন