ছোটবেলায় মাগুরা শহরের নোমানী ময়দানে এসে বসে থাকতাম। সেখানে ক্রিকেট খেলা শেখাতেন গোর্কি ভাই। একদিন খেলতে চাইলাম। তিনি আমাকে বল করতে বললেন। ফাস্ট বল করতাম। গোর্কি ভাই আমাকে স্পিন বল করতে বললে করলাম। তিনি সেটি পছন্দ করে আমাকে স্পিন বলই করতে বললেন। আর সেই থেকেই হয়ে গেলাম স্পিনার।
শুক্রবার মাগুরা জেলার শতাধিক সাবেক ও বর্তমান লিজেন্ড ক্রিকেটারকে নিয়ে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব নিজের স্মৃতিচারণ করেন এভাবেই।
নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনানোর পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, নোমানী ময়দানে আমার ক্রিকেটের হাতেখড়ি। সেখানেই আজ নিজ জেলার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো। সবাই আমরা একই পরিবারের। যেহেতু সুযোগ এসেছে। অবশ্যই আশা করব সবাই আমাকে ভোট দেবেন। নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন।