আজ থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ মৌসুমের পেশাদার ফুটবল লিগ (বিপিএল)। নতুন মৌসুমে লিগ-সম্পর্কিত ওয়েবসাইট, প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারের মতো বিষয় থাকছে এবার। এত নতুনত্বের ভিড়ে অতীতের মতো মাঠ আর মাঠকর্মীদের পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় যথারীতি চোখ এড়িয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
খেলোয়াড়, ফুটবল আর মাঠ—এই তিনে মিলে হয় ফুটবল। প্রথম দুটি নিয়ে তোড়জোড় থাকলেও প্রতিবারই বাফুফে এড়িয়ে যাচ্ছে মাঠকর্মীর প্রশিক্ষণ আর সংখ্যা বৃদ্ধির বিষয়টি। মাঠের যত্নে বাফুফের ভরসা গ্রাউন্ডসম্যান মোহাম্মদ চান মিয়া। বাংলাদেশের ফুটবলে তিনি পরিচিত চান্দু নামে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও নিজের অভিজ্ঞতা নিয়ে চান্দু ঘুরে বেড়ান এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে। কাজের চাপ কমাতে চান্দুর পাশাপাশি কয়েকজনকে অস্থায়ী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার মাঠকর্মীরাও আছেন। কিন্তু কেউই প্রশিক্ষিত নন।