সাবধানতার পরেও অনেক সময় সুইমিং পুল বা পুকুরে সাঁতার কাটার সময় কানে পানি চলে যেতে পারে।
এমনকি শাওয়ারের নিচে দাঁড়িয়ে কানে পানি ঢুকতে পারে।
কানে যে কারণে পানি ঢুকে
সাঁতার কাটা, গোসল করা অথবা চুল ধোয়ার সময় কানে পানি প্রবেশ করতে পারে। কান বা মাথার সংস্পর্শে পানি আসলে অনেক সময় অসাবধানতায় কানে পানি প্রবেশ করতে পারে।
হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাঙ্গালুরু’র ‘অ্যাস্টার হোয়াইটফিল্ড হসপিটাল’য়ের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময় এস.হিজড়ি বলেন, “কানের গহব্বর এমনভাবে তৈরি যেন তা নিজে থেকেই পরিষ্কার হতে আর বাইরের জীবাণু থেকে সুরক্ষিত রাখতে পারে। তবে অনেক সময় কানে পানি প্রবেশ করতে পারে বিশেষত যদি এর প্রাকৃতিক পরিষ্কার ক্রিয়া ব্যাহত হয়।”