ট্রেনে অগ্নিসংযোগে প্রাণহানির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চার যাত্রীর নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


দলের পক্ষে আজ এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরে রুহুল কবির রিজভীর এ বিবৃতি আজ সকালে গণমাধ্যমে পাঠানো হয়।


বিবৃতিতে ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ ভোর রাতে যারা রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহলবিশেষের প্রশ্রয় ছাড়া ট্রেনে আগুন দিয়ে প্রাণহানি ঘটানোর মতো নাশকতা করা সম্ভব নয়।’


রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবল অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us