প্রস্তুতি আগে থেকেই ছিল; প্রচারে নিষেধাজ্ঞার লাল বাতি নিভে সবুজ হতেই প্রতীক পেয়ে তারা নেমে পড়েছেন ভোটারদের মাঝে। কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় এলাকায় ভোট চাওয়া শুরু করেছেন। প্রচারপত্র বিলির পাশাপাশি পোস্টার সাঁটানো শুরু হয়েছে; ব্যানার-ফেস্টুনও ঝুলতে শুরু হয়েছে।
পাঁচ বছর পর ফিরে আসা জাতীয় নির্বাচনের প্রচার শুরুর এ উৎসবের মধ্যেই আচরণবিধি প্রতিপালনের বিষয়ে প্রার্থীদের স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকার ২০ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ইসি কর্মকর্তারা মতবিনিময় সভাও করবে। ওই সভায় এসব আসনে ভোটে অংশ নেওয়া ১৫৬ জন প্রার্থীকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।