টানা ব্যর্থতার মাঝেও দলকে 'সঠিক পথে' দেখছেন বার্সা কোচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৪

সাফল্যের চেনা পথটা হঠাৎ করেই যেন হারিয়ে ফেলেছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে বল দখল থেকে শুরু করে গোলের লক্ষ্যে শট, সব ক্ষেত্রে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে এক পয়েন্ট নিয়ে। জয়ের সম্ভাবনা জাগিয়েও এমন ফলাফল, নিশ্চিতভাবেই হতাশাজনক। বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসেরও মন খারাপ। তবে দল সঠিক পথে আছে বলেই মনে করেন তিনি।


লা লিগায় শনিবার রাতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ড্র করে ১-১ গোলে।


মেস্তায়া স্টেডিয়ামে শুরুটা ভালো ছিল না বার্সেলোনার। তবে দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে জোর দেয় তারা। সুযোগও মিলতে থাকে, কিন্তু ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হয় তারা।


অবশেষে ৫৫তম বার্সেলোনাকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। তবে লিগ চ্যাম্পিয়নদের হতাশ করে ১৫ মিনিট পত সমতা টানেন উগো গিয়ামন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us