যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্র ২০২৮ সালে রাশিয়ার ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পূর্বসতর্কতা হিসেবে মস্কোই এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ইউরেনিয়াম রপ্তানিকারক প্রতিষ্ঠান টেনেক্স তার মার্কিন ক্রেতাদের বলে দিয়েছে, যেকোনো সময় ক্রেমলিন রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।